Return & Refund Policy

প্রোডাক্ট নষ্ট কিংবা ভাঙা হলে

প্রোডাক্ট নষ্ট হলে বা ভাঙ্গে গেলে,
অথবা ভুল প্রোডাক্ট ডেলিভারী গিয়ে থাকলে
তাহলে ডেলিভারিম্যানকে সামনে রেখে আমাদের কল দিবেন 01799250252 আমাদেরকে জানানোর সাথে সাথেই আমরা আপনার জন্য নতুন প্রোডাক্ট পাঠিয়ে দিবো।
এক্সট্রা কোনো খরচ দিতে হবে না।

আপনি না থাকার কারনে অন্য কেউ যদি রিসিভ করতে চায়, অবশ্যই তাকে বিস্তারিত জানাবেন।

 

যদি প্রোডাক্ট ত্রুটিপূর্ণ হয়

ক্রটিপূর্ণ প্রোডাক্ট হাতে পাওয়ার ২দিনের মধ্যে প্রমাণ সহ আমাদের জানাবেন,
আমরা অবশ্যই নতুন প্রোডাক্ট যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিবো।-

ক্রটিপূর্ণ প্রোডাক্ট বা কালার এর সাথে মিনিমাম ৯০-৯৫% মিল যদি না থাকে
প্রোডাক্ট হাতে পাওয়ার ২দিনের মধ্যে প্রমাণ সহ আমাদের জানাবেন,
আমরা অবশ্যই নতুন প্রোডাক্ট যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিবো। 

শিপমেন্ট দেরি হলে,

দুর্ঘটনা, মহামারি, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ইস্যু ইত্যাদি কারণ ছাড়া
প্রোডাক্ট পেতে দেরি হলে কাস্টমার ম্যানেজার অবশ্যই আপনাকে যথার্থ ব্যাখ্যা দিবে,
এবং দ্রুত ও সবার আগে আপনার সমস্যার সমাধান করবে।

 

আমাদের ঠিকানা

Digital Print Xpart

Chasara,jalkuri ,Narayanganj

Mobile no : 01799250252

Shopping Cart